রাঙামাটির বাঘাইহাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ

রাঙামাটির বাঘাইহাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ

রাঙামাটির বাঘাইহাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র দুঃস্থ চার শতাধিক পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন আওতাীন বাঘাইহাট জোন।

গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) বাঘাইহাট জোনের উদ্যোগে বাঘাইহাট, গঙ্গারাম, মাচালং এর কয়েকটি গ্রামে পানিবন্দী হতদরিদ্র দুঃস্থ চার শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন।

এসময় জোন অধিনায়ক বলেন, দুর্যোগ মোকাবিলায় দুস্থ, গরীব অসহায় ও দিনমজুর মানুষের পাশে থাকতে পেরে বাঘাইহাট জোন গর্বিত। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে। আমাদের সকলকে মনে রাখতে হবে সবার উপরে দেশ। তাই আমাদের সকলকে দেশের কল্যানের জন্য সকলে একত্রে কাজ করতে হবে। অত্র এলাকার সকলের সুস্থতা ও শান্তিপূর্ণভাবে বসবাসের নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে থেকে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি উন্নয়নমূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরণের সহযোগিতামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন, বর্তমানে আবহাওয়া নিম্ন চাপ হওয়ার ফলে হালকা থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। তাই যারা পাহাড়ের উঁচুতে বসবাস করেন আপনারা সকলে নিরাপদ স্থানে অবস্থান করুন। যাতে পাহাড় ধ্বসে কোনো প্রানহানি না ঘটে সকলকে সতর্ক করেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে জোন উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।