খাগড়াছড়ির গুইমারায় নয় শতাধিক ফলন্ত আমগাছ কেটে ফেলার অভিযোগ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির গুইমারার হাফছড়ির আকবরের দোকানের পশ্চিমে সাত শতাধিক ফলন্ত আমগাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত্রে উক্ত বাগানের গাছ কাটা হয়। এছাড়া জসিমের দোকানের পশ্চিমে আরো দুই শতাধিক আমগাছসহ নয় শতাধিক আমগাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।
আম বাগানের মালিক হানিফ বলেন, বৃহস্পতিবার রাতে আমার বাগানের গাছগুলো কে বা কারা কেটে ফেলেছে। শুক্রবার সকালে আমি বাগানে গিয়ে দেখি বাগানের সবগুলো গাছই কাটা। আমি সর্বস্বান্ত হয়ে গেলাম। একই ভাবে নওসর আলীর ১০০, হাফছড়ি জামে মসজিদের দুই শতাধিক, কাজী আবদুস সালাম মাস্টারের দুই শতাধিক আমগাছও কেটে ফেলা হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন গুইমারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল আমিন হালদার, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, গুইমারা থানার কর্মকর্তা, গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের প্রতিনিধি এবং উপজেলা বিএনপি এবং এলাকাবাসী।
উক্ত ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী তারা জানান, গুইমারার শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে সঠিক বিচার এবং ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগীরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।