বড়লেখা সীমান্তে বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
মৌলভীবাজারের বড়লেখায় ভারতীয় সীমান্তের জিরো পয়েন্ট থেকে রোববার দুপুরে গোপাল বাগতি নামে চা শ্রমিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার পাহাড় থেকে বাঁশ আনতে গিয়ে তিনি নিখোঁজ হন।
নিহত গোপাল বাগতি বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অকিল বাগতির ছেলে। স্বজনদের অভিযোগ, সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফ গুলি করে তাকে হত্যা করেছে। তার সঙ্গে থাকা আরো কয়েকজন শ্রমিক কোনো রকমে পালিয়ে এসে প্রাণে রক্ষা পান।
জানা গেছে, চা শ্রমিক গোপাল বাগতি শনিবার আরো কয়েকজন শ্রমিকের সঙ্গে বাঁশ আনতে বাড়ি থেকে বেরিয়ে দুর্গম পাহাড়ের যান। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। রোববার ভোরের দিকে সীমান্তের কাছে লাশ পড়ে থাকার খবর আসে। বিজিবি ও পুলিশ স্বজনদের নিয়ে ঘটনাস্থল থেকে গোপালের লাশ উদ্ধার করে।
বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, রোববার সকালে কিছু চা শ্রমিক বিজিবির টহল দলকে জানায়- সীমান্ত এলাকায় তারা একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেছে। সেই তথ্যের ভিত্তিতে টহল দল তাৎক্ষণিক পুলিশকে সঙ্গে নিয়ে দ্রুত তল্লাশি চালিয়ে সীমান্তের ২০০ গজ ভেতর থেকে গোপাল বাগতির লাশ উদ্ধার করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।