বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্রের পুনর্বাসনে রাঙামাটিতে বিজিবির মানবিক সহায়তা

নিউজ ডেস্ক
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই সহযোগিতার হাত প্রসারিত করে এসেছে। এরই প্রেক্ষিতে আন্দোলনে আহত ছাত্র-জনতার অনেককে ইতিমধ্যেই বিজিবি হাসপাতাল কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং সদর দপ্তর বিজিবি কর্তৃক আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও সারা বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক আন্দোলনে আহত ১০০ জন ছাত্র-জনতাকে আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার কর্তৃক জেলার লংগদু উপজেলার আন্দোলনে আহত লংগদু সরকারী মডেল কলেজ এর দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র মোঃ আমান উল্লাহকে চিকিৎসার জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা এবং বিকল্প কর্মসংস্থান হিসেবে আয় রোজগারের জন্য ১ টি দোকানের চাবি প্রদান করা হয়।
এ সময় লংগদু থানা পুলিশসহ স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান-কারবারী ও বিভিন্ন গনমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আহত শিক্ষার্থী গত ৫ আগস্ট চট্টগ্রামের কোতয়ালী থানার মোড়ে ছোড়া গুলিতে মাথা, শরীর ও চোখে আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। বর্তমানে সে চোখে স্পষ্ট দেখতে পায় না এবং মানবেতর জীবন-যাপন করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।