টেকনাফে ৬ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ মো. সামছুল আলম(২০) নামে এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত হলেন, মিয়ানমার মংডু শহরের পেরামপুর এলাকার মৃত কালাই সোনার ছেলে। শুক্রবার দুপুরে টেকনাফ ২-ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার ভোরে টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৭ হতে আনুমানিক ৮০০গজ দক্ষিণ-পূর্ব দিকে বরফকল নামক এলাকায় নৌ টহলে এক ব্যক্তিকে নাফ নদী পার হয়ে একটি পোটলা হাতে নিয়ে বরফকল এলাকার দিকে আসতে দেখে। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি টহলদল তাকে আটক করে। পরে আটককৃতের হাতে থাকা পোটলার ভিতর থেকে ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা ও মোবাইলসহ আটক মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।