সেন্ট মার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ২৩ রোহিঙ্গা আটক

সেন্ট মার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ২৩ রোহিঙ্গা আটক

সেন্ট মার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ২৩ রোহিঙ্গা আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সেন্ট মার্টিনে মিয়ানমার থেকে জোরপূর্বক বিতারিত ২৩ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে কোস্ট গার্ড। তারা শাহপরীর দ্বীপ থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিমপাড়া থেকে তাদের আটক করে কোস্ট গার্ড। আটককৃতদের মধ্যে ৬জন পুরুষ, ৭ জন নারী ও ১০ শিশু রয়েছে।

জানা গেছে, প্রথমে একজন পর্যটক রোহিঙ্গাদের নৌকাটি দেখতে পান এবং ৯৯৯-এ কল করেন। পরে সেন্ট মার্টিন কোস্ট গার্ডের সদস্যরা বাংলাদেশ নৌ পুলিশকে বিষয়টি অবগত করে। বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড সদস্যরা ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছান এবং বর্ডার গার্ড বাংলাদেশকে বিষয়টি জানান।

রোহিঙ্গাদের দ্বীপে পৌঁছে দিয়ে নৌকার মাঝি পালিয়ে যান। আটক রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে। আটক রোহিঙ্গাদের মধ্যে ৭ জন এর আগে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।