জলাতঙ্ক দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র‍্যালী ও আলোচনা সভা - Southeast Asia Journal

জলাতঙ্ক দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র‍্যালী ও আলোচনা সভা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জলাতঙ্ক দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর শনিবার সকালে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০১৯ উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী হতে একটি র‍্যালী বের হয়ে শাপলা চত্বর প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমীতে জলাতঙ্ক ও এ সংক্রান্ত দপ্তরের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনায় যোগ দেয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারমান কংজরী চৌধুরী।

এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড: শেখ আব্দুল মান্নানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোঃ ইদ্রিস মিয়া, জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরাসহ দপ্তরের কর্মকতা/কর্মচারীগন উপস্থিত ছিলেন।