১৭ ফেব্রুয়ারি দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক

নিউজ ডেস্ক
আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের দিল্লিতে ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে জানুয়ারিতে দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে যে সকল সমস্যার উদ্ভব হয়েছে সেসব বিষয় গুরুত্ব পাবে।
আসন্ন এই বৈঠককে কেন্দ্র করে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (২৯ জানুয়ারি) ঢাকায় এক আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, আগামী ১৭-২০ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লীতে ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে অনুষ্ঠিতব্য সীমান্ত সম্মেলনে বাংলাদেশ-ভারত সীমান্ত সংক্রান্ত দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয়াদি আলোচনা করার লক্ষ্যে বুধবার প্রস্তুতিমূলক আন্তঃ মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।
ওই সভায় সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।