মিসাইল উৎক্ষেপণে শেষ হল নৌবাহিনীর বার্ষিক মহড়া

নিউজ ডেস্ক
বঙ্গোপসাগরে সফলভাবে মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেইফগার্ড’ শেষ হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত মহড়ার সমাপনী আয়োজন প্রত্যক্ষ করেছেন তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নৌ সদস্যদের পেশাগত উৎকর্ষ অর্জনে তিন ধাপে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আছে- নৌবহরের বিভিন্ন কলাকৌশল অনুশীলন, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, লজিস্টিক্স অপারেশন এবং উপকূলীয় এলাকায় নৌ স্থাপনার প্রতিরক্ষা মহড়া।
সমাপনী দিনে নৌবাহিনীর জাহাজ থেকে মিসাইল উৎক্ষেপণ করা হয়। এছাড়া বিমান বিধ্বংসী গোলাবর্ষণ, সাবমেরিন বিধ্বংসী রকেট ডেপথ চার্জ নিক্ষেপ, ভিবিএসএস, নৌকমান্ডো মহড়া এবং নৌ যুদ্ধের বিভিন্ন কলাকৌশল অনুশীলন করা হয়।
মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোটসহ একাধিক জাহাজ, নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট ও হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়াডস্ অংশ নেয়। সেনা-বিমানবাহিনী, কোস্টগার্ডসহ বিভিন্ন মেরিটাইম সংস্থাও মহড়ায় প্রত্যক্ষ-পরোক্ষভাবে অংশ নিয়েছে।
মহড়া সমাপ্তি ঘোষণার পর সেনা ও বিমানবাহিনী প্রধান চট্টগ্রাম নৌ অঞ্চলের কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তারা সফল মহড়ার জন্য নৌ সদস্যদের অভিনন্দন জানান এবং নৌ সদস্যদের দেশাত্মবোধ, পেশাগত মান, দক্ষতা ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন।
চূড়ান্ত পর্বে সেনা ও বিমানবাহিনী প্রধান উপস্থিত থেকে মহড়াকে আরও তাৎপর্যময় করে তোলায় নৌবাহিনী প্রধান তাদের ধন্যবাদ জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।