রাঙামাটিতে ত্রিপুরা পরিবারের পাশে দাঁড়ালো সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়ন
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের কাপ্তাইস্থ ১০ আর ই সেনা ব্যাটালিয়ন মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় একটি উপজাতি পরিবারকে স্বাবলম্বী হওয়ার জন্য হাঁস, শেডসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল দশটায় ১০ আর ই ব্যাটালিয়ন অধিনায়ক কর্তৃক হাঁসের শেড, খাবার, প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
সূত্র জানায়, সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সোহেল এর তত্বাবধানে গবাগনা আর্মি ক্যাম্প এলাকায় ক্যাম্প কমান্ডার মেজর রিচার্ড মন্ডল নিজ হাতে দরিদ্র পরিবারকে এসব সহায়তা প্রদান করেন।
সেনাবাহিনীর সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন অসহায় পরিবার। বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে আর্থিক স্বচ্ছলতা আনয়নে ১০ আর ই ব্যাটালিয়নও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।