রামগড়ে ভূমি দখল, সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ভূমি রক্ষা কমিটির হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের অখন্ডতা ও নিরাপত্তা রক্ষার্থে প্রত্যাহারকৃত সেনাক্যাম্প পুণঃস্থাপন গুচ্চগ্রামবাসীদের ভূমি বেদখল বন্ধ ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশ বিদেশি ষড়যন্ত্র বন্ধের দাবীতে খাগড়াছড়ির রামগড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রামগড় ভূমি রক্ষা কমিটি ও সর্বস্তরের বাঙালি জনতা।
আজ বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় রামগড় বাজারের খাগড়াছড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি রামগড় বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাইপ্লাজা মার্কেটের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি সশস্ত্র সংগঠনগুলো দীর্ঘদিন ধরে বাঙালি জনগোষ্ঠীর ভূমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ধরনের দেশবিরোধী কার্যক্রমের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, রামগড়সহ পার্বত্য এলাকায় সেনা ক্যাম্প পুনঃস্থাপন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। পাশাপাশি, গুচ্ছগ্রামবাসীদের ভূমি বেদখল রোধ এবং পাহাড়ে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।
রামগড় ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক মো. ইউনুস ভূঁইয়া সমাবেশে ছয় দফা দাবি উপস্থাপন করে বলেন, “পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে হবে। অস্ত্রধারী সংগঠনগুলো প্রতিনিয়ত বাঙালিদের বসতবাড়িতে হামলা, চাঁদাবাজি ও নির্যাতন চালাচ্ছে। এসব সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে আওয়াজ তুলছি। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মো. আবু আহাম্মদ, খোরশেদ আলম, মো. হাবিবুর রহমান, কপিল উদ্দিনসহ আরও অনেকে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।