আলীকদমে অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের আলীকদম উপজেলায় পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে একটি ব্যতিক্রমধর্মী মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ রোববার (২০ এপ্রিল ২০২৫) সকালে আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মানবিক সহায়তার অংশ হিসেবে প্রায় ৩ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে অনুদান প্রদান করা হয় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, দুঃস্থ ও গরীব পরিবার, উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা, আলীকদম মুরং কমপ্লেক্সের শিক্ষার্থীদের মাঝে। অনুদানের আওতায় ছিল খাবার বিল, চিকিৎসা সহায়তা এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় সহযোগিতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ। এছাড়া উপস্থিত ছিলেন জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আলীকদম সেনা জোন শুধু নিরাপত্তা নিশ্চিত করে না, পাশাপাশি স্থানীয় জনগণের উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসা সহায়তায় নিয়মিতভাবে পাশে দাঁড়ায়। এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, জোনের আওতাধীন সকল ক্যাম্পেও অনুরূপ মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতে এর ব্যাপ্তি আরও বাড়ানো হবে।

সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে উপকারভোগী স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনীর এই ধরনের সহায়তা তাদের বেঁচে থাকার সংগ্রামে বড় সহায় হয়ে দাঁড়ায়।
উল্লেখ্য, আলীকদম সেনা জোন প্রতি মাসেই নিয়মিতভাবে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় জনগণের মাঝে অনুদান প্রদান করে আসছে, যা শান্তি ও উন্নয়নের জন্য একটি বড় ভিত্তি হিসেবে কাজ করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।