সম্প্রীতির বার্তা নিয়ে ইস্টারের আনন্দে সেনাবাহিনী, বান্দরবানের খ্রিস্টান পাড়ায় কেক বিতরণ

সম্প্রীতির বার্তা নিয়ে ইস্টারের আনন্দে সেনাবাহিনী, বান্দরবানের খ্রিস্টান পাড়ায় কেক বিতরণ

সম্প্রীতির বার্তা নিয়ে ইস্টারের আনন্দে সেনাবাহিনী, বান্দরবানের খ্রিস্টান পাড়ায় কেক বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপন উপলক্ষে বান্দরবানে সেনাবাহিনীর একটি মানবিক ও সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ প্রশংসিত হয়েছে।

উৎসবমুখর এই দিনে জেলার বিভিন্ন খ্রিস্টান অধ্যুষিত পাড়া ও উপাসনালয়গুলোতে ছিল আনন্দের পরিবেশ, যা আরও প্রাণবন্ত হয়ে ওঠে বান্দরবান সেনা জোনের সৌজন্যমূলক কেক বিতরণের মাধ্যমে।

সম্প্রীতির বার্তা নিয়ে ইস্টারের আনন্দে সেনাবাহিনী, বান্দরবানের খ্রিস্টান পাড়ায় কেক বিতরণ

বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে জেলার বিভিন্ন অঞ্চলের মোট ১১টি পাড়ায় ১৫টি কেক বিতরণ করা হয়। এর মধ্যে বান্দরবান জোনের আওতাধীন ৮টি পাড়া, রোয়াংছড়ি সেনা ক্যাম্পের অধীনে ২টি পাড়া এবং লংলাই ক্যাম্পের অধীনে ১টি পাড়া অন্তর্ভুক্ত। কেক বিতরণপ্রাপ্ত পাড়াগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—কানাপাড়া, উজানী পাড়া, লাইমি পাড়া, ফারুক পাড়া, বেথানি পাড়া, শ্যারণ পাড়া, গ্যাৎশামনি পাড়া, সুয়ানলো পাড়া, অবিচলিত পাড়া এবং মুনতার পাড়া।

সম্প্রীতির বার্তা নিয়ে ইস্টারের আনন্দে সেনাবাহিনী, বান্দরবানের খ্রিস্টান পাড়ায় কেক বিতরণ

এই সৌজন্য উদ্যোগ পাড়াবাসীর মাঝে গভীর আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি ছড়িয়ে দেয়। তারা জানান, সেনাবাহিনীর এমন মানবিক প্রয়াস তাদেরকে সম্মানিত ও আবেগাপ্লুত করেছে।

স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও বান্দরবান সেনা জোন এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে, যা পার্বত্য অঞ্চলে শান্তি, সৌহার্দ্য ও সহাবস্থানের বার্তা বহন করবে।

সম্প্রীতির বার্তা নিয়ে ইস্টারের আনন্দে সেনাবাহিনী, বান্দরবানের খ্রিস্টান পাড়ায় কেক বিতরণ

উল্লেখ্য, বান্দরবান সেনা জোনের এই উদ্যোগ নিছক একদিনের আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ধর্মীয় সহনশীলতা, সামাজিক বন্ধন এবং আন্তঃসম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। সেনাবাহিনী কেবল অখন্ডতা রক্ষা নয়, বরং মানবিকতা ও সম্প্রীতির ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।