বান্দরবান শহরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
পরিচ্ছন্ন পরিবেশ এবং সাধারণ মানুষকে পরিবেশ সচেতনতায় উদ্বুদ্ধ করতে সেনাবাহিনীর বান্দরবান জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
‘পরিচ্ছন্ন বান্দরবানের পথে, আমরা আছি একসাথে’ স্লোগানকে ধারণ করে সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় স্বেচ্ছাসেবক, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ জনগণের সঙ্গে একত্রে এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জেলা শহরের মেঘলা গোল্ডেন টেম্পল এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবান সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান।
এ সময় বান্দরবান পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিডি ক্লিনিং, প্রথম আলো বন্ধুসভাসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে গোল্ডেন টেম্পল হয়ে মেঘলা পর্যটন কমপ্লেক্স পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কের আশপাশ পরিষ্কার করে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এ সময় তারা রাস্তার পাশে পড়ে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করে পৌরসভার গাড়িতে করে নির্দিষ্ট স্থানে নিয়ে যান।

এ ছাড়াও সড়কের পাশে বিভিন্ন জায়গায় জনসচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড টাঙনো হয়।
স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বলেন, বান্দরবান জেলা একটি পর্যটন নগরী। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত পর্যটক ভ্রমণে আসেন। আগত পর্যটকরা যাতে একটা সুন্দর পরিবেশে পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়াতে পারেন, সে জন্য তাদের এই উদ্যোগ।
তারা আরও বলেন, ‘শুধু আমরা সচেতন হলেও হবে, আপনার নিজের আশপাশ নিজেকেই পরিষ্কার রাখতে হবে।’ আগত পর্যটকদের তাদের ব্যবহৃত ময়লা নির্দিষ্ট স্থানে রাখার জন্য আহ্বান জানান স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।