বিএসএফের বাধা, ফেনীতে বাঁধ সংস্কারকাজ ব্যাহত

বিএসএফের বাধা, ফেনীতে বাঁধ সংস্কারকাজ ব্যাহত

বিএসএফের বাধা, ফেনীতে বাঁধ সংস্কারকাজ ব্যাহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধার কারণে ফেনীর পরশুরামে বল্লামুখা বাঁধের সংস্কারকাজ ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। জুনে শেষ হওয়ার কথা থাকলেও এখনও অর্ধেক কাজ বাকি। বর্ষার আগেই ২৫০ মিটার বাঁধের মেরামত শেষ না হলে আবারও বন্যার শঙ্কা করছে স্থানীয়রা। তবে কর্মকর্তারা বলছেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাহারায় আইন মেনে কাজ চলছে, নির্ধারিত সময়েই শেষ হবে।

গত আগস্টে ফেনীর পরশুরাম সীমান্তে শূন্যরেখায় ভারতীয় অংশে বল্লামুখা বাঁধ কেটে দেয় বিএসএফ। সৃষ্টি হয় ভয়াবহ বন্যা। পানিবন্দি হয়ে পড়েন ফেনী ও আশপাশের কয়েকটি উপজেলার লাখো মানুষ।

স্থানীয়রা জানান, বন্যার ছয় মাস পর পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ অংশে বাঁধ সংস্কার শুরু করে। তবে প্রথম দিকে বিএসএফ বাধা দিলে পরে বিজিবির হস্তক্ষেপে কাজ শুরু হয়। তাদের পাহারায় ধীরগতিতে চলছে কাজ। এখন পর্যন্ত অগ্রগতি ৫০ শতাংশ।

যৌথ নদী কমিশনের আওতায় এই বাঁধের কাজ চলছে। নির্দিষ্ট সময়েই সংস্কার শেষ করার আশা পানি উন্নয়ন বোর্ডের।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখতার হোসেন মজুমদার বলেন, ‘আমরা যৌথ নদী কমিশনের আওতায় বল্লামুখা বাঁধের কাজ করছি। কাজ কিছুটা ধীরগতিতে চলছে। তবে আমরা নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারব। আশা করি সমস্যা হবে না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আন্তর্জাতিক সীমান্ত আইন মেনেই বাঁধ নির্মাণ করা হচ্ছে। এতে বিএসএফ বাধা দেওয়ার কোনো এখতিয়ার নেই।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক সীমানা আইন অনুযায়ী বাংলাদেশের অভ্যন্তরে বাঁধ নির্মাণ হচ্ছে। এখানে ভারতের বিএসএফ বাধা দিয়েছিল। আমি পরে বিজিবির সঙ্গে কথা বলেছি। তারা বলছে কাজ চলমান আছে। আমি মনে করি, বিএসএফের বাধা দেওয়ার কোনো এখতিয়ার নেই।’

মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীতে ১২২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১০২টি স্থানে মেরামতে খরচ ধরা হয়েছে ২০ কোটি ৬৮ লাখ টাকা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।