সিংড়ায় ট্রাক থেকে চাঁদা আদায়কালে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ গ্রেফতার

সিংড়ায় ট্রাক থেকে চাঁদা আদায়কালে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ গ্রেফতার

সিংড়ায় ট্রাক থেকে চাঁদা আদায়কালে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় চলন্ত ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বুধবার নাটোর-বগুড়া মহাসড়কের পাশে চৌগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে মোঃ আসাদুজ্জামান মামুন (৩৫) নামের ওই যুবককে আটক করে। তিনি সিংড়া উপজেলার চৌগ্রাম কাজলাহার পাড়ার মৃত আনসার আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত মামুন শ্রমিক দলের একজন সক্রিয় নেতা এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

স্থানীয়দের দাবি, গত ১৫ দিন ধরে চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় চলন্ত ট্রাক ও অন্যান্য যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন মামুন ও তার সহযোগীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চাঁদা আদায়ের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে জানিয়েছে সেনাবাহিনী।

পরে আটককৃত মামুনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য সিংড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী সূত্রে জানানো হয়, সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।