বান্দরবানে ধর্মীয় উপাসনালয়ে সেনাবাহিনীর অনুদান ও মেডিকেল ক্যাম্প পরিচালনা
![]()
নিউজ ডেস্ক
সুন্দর প্রকৃতি ও বহু জাতিগোষ্ঠীর বৈচিত্র্যে গড়া বান্দরবান যেন প্রকৃতির এক লীলাভূমি। সুউচ্চ পাহাড়, ঘন বনানী, সাঙ্গুর প্রবাহমান স্রোত আর মেঘে ঢাকা আকাশ—সবকিছু মিলে এখানে এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে। এই দুর্গম পার্বত্য জনপদে জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে, শুধু নিরাপত্তা নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় সহনশীলতা প্রতিষ্ঠায়ও সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়।
এ ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (৮ মে ২০২৫) সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের উদ্যোগে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক এর পক্ষ থেকে বাকলাই পাড়া সাবজোনের অন্তর্গত রেমাক্রি ঝিরি সংলগ্ন দোলাচরন পাড়ার একটি ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুদানের মধ্যে ছিল ব্যাটারি, সোলার প্যানেল ও আলো সরবরাহের উপকরণ।
একইসঙ্গে সেনাবাহিনীর পক্ষ থেকে পাড়ায় আয়োজন করা হয় একটি মেডিকেল ক্যাম্পিং।
এই মানবিক সহায়তা গ্রহণ করে দোলাচরন পাড়ার কারবারি আবেগজড়িত কণ্ঠে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী আমাদের জীবনযাত্রা ও শিক্ষার মান উন্নয়নে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। তাদের সহযোগিতার কারণে আমরা এখন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছি।”

সামগ্রিক সহায়তা কার্যক্রম শেষে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও আর্থ-সামাজিক উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখাই আমাদের অঙ্গীকার।”
উল্লেখ্য, প্রকৃতির বুকে শান্তি ও সম্প্রীতির এই জনপদে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম দিনদিন নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। নিরাপত্তার পাশাপাশি মানুষকে ঘিরে গড়ে ওঠা এই মানবিক সম্পর্ক পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।