বাঘাইছড়িতে ২৫শ পরিবারকে ৫০ মেট্রিক টন খাদ্য সহায়তা দিল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে বসবাসরত পাহাড়ি-বাঙালি নানা জাতিগোষ্ঠীর দুই হাজার পাঁচশ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুই দিনব্যাপী এই কার্যক্রমে ৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
স্বরাষ্ট্র, কৃষি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এবং বিজিবির চট্টগ্রাম রিজিয়নের তত্ত্বাবধানে এই মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) ও মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১১টি স্থানে উপকারভোগীদের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।
আজ মঙ্গলবার (১৩ মে) সকালে বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবির চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মো. শাহরিয়ার ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার ইকবাল বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা ছাড়াও বিজিবি সামাজিক দায়বদ্ধতা থেকে নিয়মিতভাবে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।”
তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ শুধু শান্তি ও স্থিতিশীলতাই নয়, পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক আস্থার বন্ধন আরও দৃঢ় করবে।
এ সময় খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম, বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী এবং মারিশ্যা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক উপস্থিত ছিলেন।
বিজিবির এই প্রশংসনীয় উদ্যোগ পার্বত্য জনপদের শান্তিপূর্ণ সহাবস্থান, উন্নয়ন ও মানবিক সহায়তার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।