নানিয়ারচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী

নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার দ্বিচানপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (১৭ মে) সকালে সেনাবাহিনীর নানিয়ারচর জোন এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত নিশিরাম চাকমাকে নগদ অর্থ এবং ঢেউটিন প্রদান করা হয়।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমানের পক্ষ থেকে এই মানবিক সহায়তা হস্তান্তর করেন মেজর মো. আসিফুর রহমান।
এ বিষয়ে মেজর আসিফ বলেন, “নানিয়ারচর জোন সব সময় সাধারণ মানুষের পাশে আছে। শুধু নিরাপত্তা নয়, সাধারণ মানুষের সুখ-দুঃখেও আমরা অংশীদার হতে চাই।”
ক্ষতিগ্রস্ত নিশিরাম চাকমা জানান, ‘গত বৃহস্পতিবার সকালে আমার ঘরটি আগুনে পুড়ে যায়। এরপর সেনাবাহিনীর পক্ষ থেকে আমাকে ৪ বান ঢেউটিন ও নগদ ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। আমি নানিয়ারচর জোন অধিনায়ক স্যারের প্রতি কৃতজ্ঞ।’
সহায়তা বিতরণকালে নানিয়ারচর জোনের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শহিদুল্লাহ, স্থানীয় ইউপি সদস্য দীগন্ত চাকমা এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মাধ্যমে পাহাড়ে সেনাবাহিনীর মানবিক ভূমিকা আরও একবার স্পষ্ট হলো।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।