আনোয়ারায় বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা, সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে রক্ষা পেল জনপদ

আনোয়ারায় বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা, সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে রক্ষা পেল জনপদ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে অতিবৃষ্টির কারণে একটি গুরুত্বপূর্ণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে পড়লে আশপাশের জনপদে মারাত্মক প্লাবনের আশঙ্কা দেখা দেয়। তবে বাংলাদেশ সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের দুর্যোগ এড়ানো সম্ভব হয়েছে।

শুক্রবার (৩০ মে) দুপুরে বাঁধে ফাটলের খবর পেয়ে আনোয়ারা সেনা ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি জরুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় জনগণের সহযোগিতায় সেনাবাহিনীর সদস্যরা দ্রুত বাঁধ মেরামতের কাজ শুরু করে এবং কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আনোয়ারায় বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা, সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে রক্ষা পেল জনপদ

স্থানীয় সূত্র জানায়, বাঁধটি ক্ষতিগ্রস্ত হওয়ার পরপরই আশপাশের গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সেনাবাহিনীর সময়োচিত ও দক্ষ ব্যবস্থাপনায় ক্ষয়ক্ষতির ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে জনগণের পাশে দাঁড়ানোই তাদের দায়িত্ব ও অঙ্গীকার। শুধু যুদ্ধ নয়, শান্তিকালেও বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের নিরাপত্তা ও কল্যাণে সদা প্রস্তুত রয়েছে।

আনোয়ারায় বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা, সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে রক্ষা পেল জনপদ

এই দ্রুত প্রতিক্রিয়ায় সেনাবাহিনীর ভূমিকাকে স্বাগত জানিয়েছেন জুঁইদন্ডী ইউনিয়নের বাসিন্দারা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। অনেকেই বলেন, “যদি সেনাবাহিনী সময়মতো না আসত, তাহলে গোটা এলাকা আজ পানির নিচে চলে যেত।”

উল্লেখ্য, অতিপ্রবৃষ্টির কারণে চট্টগ্রামের উপকূলীয় এলাকায় এ ধরনের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়া একটি সাধারণ সমস্যা হলেও, সেনাবাহিনী ও প্রশাসনের দ্রুত সমন্বিত পদক্ষেপে ক্ষয়ক্ষতি অনেকাংশেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed