সেনাবাহিনীর অভিযানে সিরাজগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী গুটু গ্রেফতার

নিউজ ডেস্ক
সিরাজগঞ্জে যৌথ বাহিনীর গোপন অভিযানে জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি মোঃ আমিনুল ওরফে গুটু ধরা পড়েছেন। আজ রবিবার (১ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শহরের ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে গুটুকে পাকড়াও করা হয়। সূত্রে জানা যায়, মোঃ আমিনুল ওরফে গুটুর বিরুদ্ধে এর আগেও একাধিকবার মাদক চোরাচালান ও পাচারের গুরুতর অভিযোগ ছিল। তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলাজুড়ে মাদক নেটওয়ার্ক চালিয়ে আসছিলেন।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল গুরুত্বপূর্ণ তথ্য দেন, যার মাধ্যমে সিরাজগঞ্জ জেলার মাদক ব্যবসার একাধিক সংযোগ ও অর্থপাচারের নেটওয়ার্ক সম্পর্কে তথ্য উঠে আসে। সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ওইসব তথ্য যাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছে।
পরবর্তীতে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, গুটুর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কিছু চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হতে পারে।
সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সিরাজগঞ্জসহ আশপাশের এলাকায় আরও তৎপর অভিযান চালানো হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।