আলীকদমে সেনা-পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

আলীকদমে সেনা-পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

আলীকদমে সেনা-পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য আলীকদম উপজেলায় যৌথ অভিযানে ১৪,৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। এসময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হলেও একজন পলাতক রয়েছে।

প্রাপ্ত তথ্যানুসারে, গত ১২ জুন ২০২৫ তারিখে রাত ১টার দিকে আলীকদম জোনের আওতাধীন ছোট বেতি ত্রিপুরা পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। যৌথ এই অভিযানে অংশ নেয় আলীকদম সেনা জোন ও আলীকদম থানা পুলিশ।

অভিযানকালে ১৪,৫০০ পিস ইয়াবাসহ তিনজন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আটককৃতদের মধ্যে রয়েছেন, কিকো ম্রো (২৫), পুমাং ম্রো (৩২) ও মোঃ শহিদুল ইসলাম (২৭)।

এছাড়া অভিযানের সময় রওগাও ত্রিপুরা (৪৭) নামের এক ব্যক্তি পালিয়ে যায়। তিনি এখনো পলাতক এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আলীকদম সেনা জোনের একজন কর্মকর্তা জানান, মাদক পাচার রোধে সেনাবাহিনী ও পুলিশ সমন্বিতভাবে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি বলেন, “এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা সর্বদা তৎপর। মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

এই ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।