ঝিনাইদহে যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার

ঝিনাইদহে যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার

ঝিনাইদহে যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে মো. বাবলুর রহমান গ্যান্না (৪২) নামের এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে। শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ সদর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় তার কাছ থেকে একটি ৯ মি.মি. পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, গ্রেফতার হওয়া বাবলুর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, জমি দখলসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাবলু দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছিল। তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সন্ত্রাস ও অপরাধ দমনে সর্বদা সচেষ্ট রয়েছে। অপরাধ সংক্রান্ত কোনো তথ্য থাকলে দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানাতে নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে ঝিনাইদহ ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed