চট্টগ্রাম ও ময়মনসিংহে সেনা অভিযানে অস্ত্র, ইয়াবা ও ধারালো অস্ত্রসহ গ্রেফতার ৩

চট্টগ্রাম ও ময়মনসিংহে সেনা অভিযানে অস্ত্র, ইয়াবা ও ধারালো অস্ত্রসহ গ্রেফতার ৩

চট্টগ্রাম ও ময়মনসিংহে সেনা অভিযানে অস্ত্র, ইয়াবা ও ধারালো অস্ত্রসহ গ্রেফতার ৩
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রাম ও ময়মনসিংহে পৃথক অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্রসহ তিনজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী।

গতকাল রাত আনুমানিক ১১টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার হাতিয়া এলাকায় পরিচালিত অভিযানে ১টি সিঙ্গেল ব্যারেল দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি, ৩৬ পিস ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করা হয় মো. আব্দুল্লাহ এবং মো. হুমায়ুন কবিরকে। তাদের একজন চিহ্নিত সন্ত্রাসী ও অপরজন মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

অন্যদিকে রাত আনুমানিক ২টায় ময়মনসিংহের ভালুকা উপজেলার জীবনতলা বাজার এলাকায় পৃথক অভিযানে ১টি ৯ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী মো. হাফিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম ও ময়মনসিংহে সেনা অভিযানে অস্ত্র, ইয়াবা ও ধারালো অস্ত্রসহ গ্রেফতার ৩

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় ও জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা তৎপর রয়েছে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, সন্ত্রাস ও মাদক নির্মূলে দেশের বিভিন্ন স্থানে নিয়মিতভাবে যৌথ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed