নাটোরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতিত শাহনাজকে সেনাপ্রধানের নির্দেশে সিএমএইচে ভর্তি

নাটোরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতিত শাহনাজকে সেনাপ্রধানের নির্দেশে সিএমএইচে ভর্তি

নাটোরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতিত শাহনাজকে সেনাপ্রধানের নির্দেশে সিএমএইচে ভর্তি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাটোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার হয়ে গুরুতর আহত শাহনাজকে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

সেনাবাহিনী প্রধানের সরাসরি নির্দেশে মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সদর উপজেলার মোহনপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে সিএমএইচে নেওয়া হয়।

গত ২৬ জুন মোহনপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে শাহনাজ ও হালিমা নামে দুই নারীর শরীরে মরিচের গুড়া মেশানো গরম পানি ঢেলে নির্মম নির্যাতন চালানো হয়। এ ঘটনায় উভয়েই গুরুতর আহত হন। ঘটনার পর সেনাবাহিনীর একটি অভিযানিক দল অভিযুক্ত ছয়জনকে আটক করে।

তবে হালিমা কিছুটা সুস্থ হলেও শাহনাজের অবস্থা ছিল আশঙ্কাজনক। দরিদ্র পরিবারের পক্ষে তার উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন অসম্ভব হয়ে ওঠে। এরপর সেনাবাহিনীর কাছে চিকিৎসার সহায়তা চেয়ে আবেদন করে শাহনাজের পরিবার। বিষয়টি সেনাপ্রধানের নজরে আসলে তিনি দুই নারীর উন্নত চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত করার নির্দেশ দেন।

সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে শাহনাজ ও হালিমার পরিবার এবং স্থানীয় বাসিন্দারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, সেনাবাহিনীর এই সহযোগিতা না পেলে Shahnaz-এর জীবন রক্ষা কঠিন হয়ে পড়ত।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তার ক্ষেত্রেও সেনাবাহিনীর সক্রিয় ও সহমর্মিতাপূর্ণ ভূমিকা দেশের সর্বস্তরে প্রশংসিত হয়ে উঠছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed