পঞ্চগড় বড়বাড়ি সীমান্তে বিজিবির নতুন বিওপি উদ্বোধন, সীমান্ত নিরাপত্তায় নতুন অধ্যায়

পঞ্চগড় বড়বাড়ি সীমান্তে বিজিবির নতুন বিওপি উদ্বোধন, সীমান্ত নিরাপত্তায় নতুন অধ্যায়

পঞ্চগড় বড়বাড়ি সীমান্তে বিজিবির নতুন বিওপি উদ্বোধন, সীমান্ত নিরাপত্তায় নতুন অধ্যায়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তে অবৈধ পারাপার, মাদক চোরাচালান ও অনুপ্রবেশ রোধে নতুন একটি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান আনুষ্ঠানিকভাবে বিওপির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, নামফলক উন্মোচন এবং একটি কমলা গাছের চারা রোপণের মধ্য দিয়ে বিওপির কার্যক্রম শুরু হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজাসহ বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় বড়বাড়ি সীমান্তে বিজিবির নতুন বিওপি উদ্বোধন, সীমান্ত নিরাপত্তায় নতুন অধ্যায়

স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় জেলার ২৮২ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে দায়িত্ব পালন করে তিনটি বিজিবি ব্যাটালিয়ন—নীলফামারী ৫৬, ঠাকুরগাঁও ৫০ এবং পঞ্চগড় ১৮ ব্যাটালিয়ন। এর মধ্যে নীলফামারী-৫৬ বিজিবির আওতাধীন ঘাগড়া সীমান্তে বিওপি থাকলেও বড়বাড়ি সীমান্ত এতদিন অরক্ষিত ছিল। অথচ এই সীমান্তেই অতীতে একাধিকবার বিএসএফের গুলিবর্ষণ, মাদক চোরাচালান এবং ভারতের অবৈধ পুশ ইন ঘটনার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নতুন বিওপি স্থাপনের ফলে সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বড়বাড়ি এলাকার কৃষক আব্দুর রহমান বলেন, “কয়েকদিন আগেও এই সীমান্ত দিয়ে ভারতের ১১ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছিল। এখন আমরা আশা করি, রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবো।”

পঞ্চগড় বড়বাড়ি সীমান্তে বিজিবির নতুন বিওপি উদ্বোধন, সীমান্ত নিরাপত্তায় নতুন অধ্যায়

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান উদ্বোধনী বক্তব্যে বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এই বিওপি কার্যকর ভূমিকা পালন করবে। মাদক, অস্ত্র ও মানব পাচার রোধে বিজিবি সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ হলেও বড়বাড়ি সীমান্তে বিজিবির স্থায়ী উপস্থিতি ছিল না। নতুন বিওপি স্থাপন সীমান্ত ব্যবস্থাপনায় বিজিবির সক্রিয় উপস্থিতিকে আরও দৃঢ় করলো।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।