শহীদ ‘বীর প্রতীক আবুল হাসেম’ এর নামে বাবুছড়া ব্যাটালিয়নের মেইন গেইটের নামকরণ

শহীদ ‘বীর প্রতীক আবুল হাসেম’ এর নামে বাবুছড়া ব্যাটালিয়নের মেইন গেইটের নামকরণ

শহীদ ‘বীর প্রতীক আবুল হাসেম’ এর নামে বাবুছড়া ব্যাটালিয়নের মেইন গেইটের নামকরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী খেতাবপ্রাপ্ত শহীদদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে খাগড়াছড়ির দীঘিনালাস্থ বিজিবির বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর প্রধান ফটক ‘বীর প্রতীক আবুল হাসেম গেইট’ নামে নামকরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এক অনাড়ম্বর কিন্তু আবেগঘন আয়োজনে গেইটটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম।

তিনি গেইটটির উদ্বোধন শেষে বলেন, “বিজিবির গৌরবোজ্জ্বল ইতিহাসে বীর প্রতীক আবুল হাসেমের মতো শহীদদের অবদান অনন্য। এ গেইট আমাদের দেশপ্রেম, আত্মত্যাগ ও কর্তব্যবোধের প্রতীক হয়ে থাকবে।”

শহীদ ‘বীর প্রতীক আবুল হাসেম’ এর নামে বাবুছড়া ব্যাটালিয়নের মেইন গেইটের নামকরণ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম রেজাউর রহমান, সহকারী পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা এবং সৈনিকরা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ বীর প্রতীক আবুল হাসেমের পুত্র আবুল মোবারক, যিনি বিজিবির এই সম্মাননা প্রদানের জন্য কৃতজ্ঞতা জানান।

সদর দপ্তর বিজিবি, ঢাকা’র নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। বিজিবির গৌরবময় ইতিহাস ও আত্মত্যাগের ধারা স্মরণে রেখে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতেই এই গেইট নামকরণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠান শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বীর প্রতীক আবুল হাসেম মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে শহীদ হন এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে তাঁর নাম সশ্রদ্ধ চিরস্মরণীয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed