খাগড়াছড়িতে অস্ত্র মামলায় খজেন্দ্র ত্রিপুরার ১৭ বছরের কারাদণ্ড

খাগড়াছড়িতে অস্ত্র মামলায় খজেন্দ্র ত্রিপুরার ১৭ বছরের কারাদণ্ড

খাগড়াছড়িতে অস্ত্র মামলায় খজেন্দ্র ত্রিপুরার ১৭ বছরের কারাদণ্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় খজেন্দ্র ত্রিপুরাকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৪ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি খজেন্দ্র ত্রিপুরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত খজেন্দ্র ত্রিপুরা (৪৫) মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের তৈকাডাং হরিপূর্ণ পাড়ার বাসিন্দা এবং কিশোর চান ত্রিপুরার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৬ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ এর একটি দল মাটিরাঙ্গা পৌরসভার সামনে অভিযান চালায়। অভিযানে খজেন্দ্র ত্রিপুরাকে একটি দেশীয় তৈরি পিস্তল (এলজি), একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ আটক করা হয়। একই দিন মাটিরাঙ্গা থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় এবং পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে তিনি জামিনে মুক্ত হন।

মামলার দীর্ঘ শুনানি শেষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, আদালত খজেন্দ্র ত্রিপুরাকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৯(এফ) ধারায় আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। উভয় সাজা একত্রে চলবে, অর্থাৎ মোট ১৭ বছরের কারাদণ্ড কার্যকর হবে।

প্রসঙ্গত, খাগড়াছড়ি ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে সশস্ত্র আঞ্চলিক দলের সদস্যদের বিরুদ্ধে বহু অস্ত্র মামলা বিচারাধীন রয়েছে। তবে এই মামলায় এমন দৃষ্টান্তমূলক রায় প্রথমবারের মতো হওয়ায় এটিকে আইন ও বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছেন, এই রায় পার্বত্য এলাকায় অবৈধ অস্ত্র ও সশস্ত্র তৎপরতার বিরুদ্ধে চলমান প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।