নাটোরে সেনা অভিযানে মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক
![]()
নিউজ ডেস্ক
নাটোরের গুরুদাসপুর উপজেলার ৩ নম্বর খুবজি ইউনিয়নের খুবজিপুর গ্রামে শুক্রবার সকালে একটি ট্রাকে করে যাচ্ছিল ৫৭ জন কিশোরের একটি দল। সকাল ৯টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল সন্দেহভাজন ট্রাকটিকে থামিয়ে তল্লাশি চালায় এবং বিপুল পরিমাণ মাদকসহ ৭ জন কিশোরকে আটক করে।
আটককৃতরা হলেন—মোঃ আলিফ (গাঁজা বহনকারী), মোঃ ফারুক, মোঃ আসাদুল হক, মোঃ শাকিল, মোঃ ইমাম হোসেন, মোঃ সাজ্জাদ হোসেন এবং মোঃ রিয়াদ (সকলেই মদ বহনকারী)।
তল্লাশিকালে সেনাবাহিনী ট্রাকের ভেতর থেকে উদ্ধার করে ৪ লিটার বাংলা মদ, ৩৭৫ মিলিলিটার ভদকার একটি বোতল, ৩০০ গ্রাম গাঁজা, ৫টি পাটি স্প্রে, ৪৪ প্যাকেট সিগারেট এবং গাঁজা সেবনের বিভিন্ন উপকরণ। এসব মাদকদ্রব্য ও অবৈধ সামগ্রী কিশোরদের বহনের উদ্দেশ্য ছিল সন্দেহজনক এবং পরিকল্পিত বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ৭ জনকে আটক করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করে জানায়, কিশোর বয়সে মাদক ও অপরাধে জড়িয়ে পড়া দেশের ভবিষ্যতের জন্য অশনিসংকেত। অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত ভূমিকা ছাড়া এ ধরনের অপরাধ ঠেকানো সম্ভব নয়।
এলাকাবাসীর অনেকে সেনা অভিযানের প্রশংসা করে জানান, “এমন অভিযানে মাদকের ভয়াবহ বিস্তার কিছুটা হলেও রোধ হবে। সেনাবাহিনী যেভাবে পদক্ষেপ নিয়েছে, তাতে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে।”
উল্লেখ্য, গুরুদাসপুর ও আশপাশের এলাকায় কিশোর অপরাধ এবং মাদক চক্রের সক্রিয়তা নিয়ে সম্প্রতি উদ্বেগ বাড়ছে। সেনাবাহিনীর সক্রিয়তায় পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন স্থানীয়রা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।