পার্বত্য চট্টগ্রামে বন উজাড়ে বন বিভাগ দায় এড়াতে পারে না: সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রামে বন উজাড়ে বন বিভাগ দায় এড়াতে পারে না: সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রামে বন উজাড়ে বন বিভাগ দায় এড়াতে পারে না: সুপ্রদীপ চাকমা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে ব্যাপক হারে বন উজাড়ের জন্য বন বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে দায়ী করে তীব্র সমালোচনা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। আজ শনিবার সকালে রাঙামাটি শহরের জিমনেসিয়াম মাঠে আয়োজিত ৭ দিনের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সুপ্রদীপ চাকমা বলেন, “আশির দশকে পার্বত্য চট্টগ্রামে যে গাছ-বাঁশ দেখা যেত, এখন তার একটিও অবশিষ্ট নেই। পরবর্তী সময়ে পুরো বনায়ন ধ্বংস হয়ে গেছে। কাপ্তাই কর্নফুলী পেপার মিলের মতো বননির্ভর শিল্প প্রতিষ্ঠানগুলোর আর চালু করার পরিবেশ নেই। তবে আমি বলেছি— দেখা যাক চালু করা যায় কিনা, অন্তত কিছু মানুষের কর্মসংস্থান হবে।”

তিনি আরও বলেন, “এই অঞ্চলের বন ধ্বংসে শুধু স্থানীয় জনগণ নয়, বন বিভাগও কম দায়ী নয়। পাহাড়ে যে হারে গাছ উজাড় হয়েছে, তাতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। অথচ পার্বত্য চট্টগ্রামের চেয়ে সিলেট, মুন্সিগঞ্জ বা নরসিংদীতে এখন বেশি বনভূমি দেখা যায়। প্রশ্ন হলো, এই অঞ্চলের বন গেল কোথায়?”

অপরিকল্পিতভাবে বন উজাড় ও কৃষিকাজ নিষিদ্ধ করার প্রবণতাও সমালোচনা করে উপদেষ্টা বলেন, “অনেকে বলে জুম চাষ ক্ষতিকর, আদা-হলুদ চাষ করা যাবে না— এসব অবৈজ্ঞানিক কথা বলা হয়। যেসব গাছ প্রকৃতপক্ষে পরিবেশের জন্য ক্ষতিকর, তা চিহ্নিত করতে জরিপ প্রয়োজন। শুধু বললে হবে না, সমাধানের পথও খুঁজতে হবে।”

অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার, সিভিল সার্জন ডা. নুয়েন খীসা ও পুলিশ সুপার এম ফরহাদ হোসেন। এ সময় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেনসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃক্ষমেলা আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে এবং এতে স্থানীয় বিভিন্ন নার্সারি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed