গলওয়ানে ২ হাজার বর্গকিলোমিটার জমি চীনের দখলে, রাহুল গান্ধীর মন্তব্যে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
![]()
নিউজ ডেস্ক
পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় ভারতের ২ হাজার বর্গকিলোমিটার জমি চীনের দখলে রয়েছে—কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এমন দাবির সূত্র জানতে চেয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। সোমবার একটি মানহানি মামলার শুনানিকালে রাহুলের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেন আদালতের দুই বিচারপতি দীপংকর দত্ত ও এজি মসিহ্। তাঁরা বলেন, “প্রকৃত ভারতীয় এমন কথা বলতে পারে না।” একই সঙ্গে তাঁরা প্রশ্ন তোলেন—রাহুল এই তথ্য কোথা থেকে পেলেন, তিনি কি নিজে গিয়েছিলেন সেখানে, নাকি তাঁর কাছে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ রয়েছে?
২০২০ সালের ভারত-চীন সীমান্ত সংঘর্ষের প্রসঙ্গ টেনে বিচারপতিরা বলেন, “যে প্রশ্ন সংসদে করা উচিত, তা সোশ্যাল মিডিয়ায় করা যায় না। বাকস্বাধীনতা থাকলেই যা খুশি বলা যায় না।”
মামলাটি ২০২৩ সালে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’ চলাকালীন একটি মন্তব্যকে ঘিরে। রাহুল সেসময় দাবি করেন, গলওয়ানে চীন ভারতের ২ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলে রেখেছে এবং অরুণাচলে চীনা সেনারা ভারতীয় জওয়ানদের মারধর করেছে। ওই মন্তব্যের জেরে বর্ডার রোড অর্গানাইজেশনের (BRO) পরিচালক উদয় শঙ্কর শ্রীবাস্তব লক্ষ্ণৌর এমপি-এমএলএ আদালতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন।
নিম্ন আদালত মামলাটি গ্রহণ করে রাহুলকে সমন পাঠালে তিনি তা চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেন। কিন্তু হাইকোর্ট গত ২৯ মে সেই আবেদন খারিজ করে দেয়। এরপর রাহুল সুপ্রিম কোর্টে আপিল করলে আদালত হাইকোর্টের আদেশ তিন সপ্তাহের জন্য স্থগিত রাখে এবং মামলাকারী ও উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ জারি করে।
সুপ্রিম কোর্টের মন্তব্যের প্রেক্ষিতে রাহুলের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, “সংবাদমাধ্যমে যা প্রকাশ হচ্ছে, তা নিয়ে বিরোধী নেতার বক্তব্য থাকতেই পারে। না হলে বিরোধী নেতা হওয়ার যোগ্যতা থাকে না। আমাদের সেনাদের হত্যা করা হয়েছে, এটা একজন প্রকৃত ভারতীয়র বলাই উচিত।”
উল্লেখ্য, ২০২০ সালের গলওয়ান সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছিলেন। সংঘর্ষ–পরবর্তী সময়ে চীনের সঙ্গে কয়েক দফা কূটনৈতিক ও সামরিক আলোচনা হলেও অনেক এলাকায় আগের টহল কার্যক্রম শুরু করা যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, “ভারতের কোনো জমি দখল হয়নি।” কিন্তু বিরোধীরা তা মানতে নারাজ। লাদাখের প্রতিনিধিদেরও একই অভিযোগ।
প্রসঙ্গত, বিরোধীদের দাবির বিষয়ে এখনো সংসদীয় প্রতিনিধিদলকে গলওয়ানে যাওয়ার অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার, যা রাহুল গান্ধীর দাবিকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ককে উস্কে দিচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।