ভেষজের আড়ালে ভয়ঙ্কর প্রতারণা: নাটোরে সেনা অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ
![]()
নিউজ ডেস্ক
নাটোরে ভেষজ ওষুধের আড়ালে নিষিদ্ধ ও ভেজাল ওষুধ উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে ওষুধ প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর বাজার ও খোলাবাড়িয়া মধ্যপাড়া এলাকায় পরিচালিত এই অভিযানে প্রায় ৫৫ লক্ষ টাকার ভেজাল ওষুধ ধ্বংস করা হয়েছে এবং ১৪ লক্ষ টাকার সরঞ্জামাদি জব্দ করা হয়।
অভিযানের শুরুতে লক্ষ্মীপুর বাজারে একটি দোকানে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ ও প্রতিকারহীন ভেষজ দ্রব্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করা হয়। এরপর খোলাবাড়িয়া মধ্যপাড়ায় কয়েকজন ভেষজ ব্যবসায়ীর মালিকানাধীন মাঠে অভিযান চালিয়ে ভেজাল ওষুধ তৈরির কাঁচামাল এবং বিপুল সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযানে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় একটি ভেষজ প্রতিষ্ঠানে প্রবেশ করে নকল ও অননুমোদিত ওষুধ ধ্বংস করা হয়।
ওষুধ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই ধরনের ভেজাল ওষুধ জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ এবং এসব কার্যক্রম চলতে দেওয়া যাবে না। অভিযান চলাকালে তারা স্থানীয়দের সতর্ক করে বলেন, “বাজারে অনুমোদনহীন নতুন মোড়কে বিক্রি হওয়া এসব ভেষজ ওষুধ আসলে মারাত্মক ক্ষতিকর। সকলকে এ ধরনের প্রতারক চক্র থেকে দূরে থাকতে হবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে কোনো প্রকার আপোষ করা হবে না বলে সতর্কবার্তা দেওয়া হয়।
প্রসঙ্গত, ভেষজের নামে ভেজালের ভয়ঙ্কর এই ব্যবসা জনস্বাস্থ্য রক্ষায় একটি বড় হুমকি হয়ে উঠেছে। সেনাবাহিনী ও ওষুধ প্রশাসনের এ ধরনের অভিযান সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।