ফেনীতে রোহিঙ্গা পাচারচেষ্টা ভেস্তে দিল জনতা, দালালসহ আটক ৩ জন
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের আশ্রয়শিবির থেকে বিদেশে পাঠানোর প্রলোভনে ফেনীতে আনা দুই রোহিঙ্গা তরুণ-তরুণীকে ভারতে পাচারের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। ফেনী শহরে জনতার সহায়তায় তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় এক মানব পাচারকারী দালালকেও আটক করা হয়।
রোববার রাত ১১টার দিকে ফেনী শহরের মহিপাল পাসপোর্ট অফিস–সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। ধৃত দালালের নাম মো. আবদুল মান্নান (৩৪), যিনি ফেনীর পরশুরাম উপজেলার কালিনগর এলাকার বাসিন্দা। আটক রোহিঙ্গা তরুণ-তরুণী হলেন কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পের মোহাম্মদ আরাফাত (২৫) ও মোসাম্মদ রমিদা (২৬)।
পুলিশ জানায়, মানব পাচারের উদ্দেশ্যে তাদের সীমান্তবর্তী পরশুরাম এলাকায় একদিনের জন্য রাখা হয়েছিল। তবে পাচার করতে না পেরে আবার ফেনীতে আনা হয়। স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি জানাজানি হয় এবং পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
আটকের সময় পাচারকারী দালাল মান্নানের কাছ থেকে ৩টি বাংলাদেশি পাসপোর্ট, ১৭টি জাতীয় পরিচয়পত্র ও একাধিক জন্মনিবন্ধন সনদ জব্দ করা হয়। তার বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইন এবং পাসপোর্ট ও স্ট্যাম্প জালিয়াতি আইনে মামলা হয়েছে। তাকে আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার উপপরিদর্শক মো. গোলাম মোস্তফা।
অন্যদিকে, আটক রোহিঙ্গা তরুণ-তরুণী পুলিশি জিজ্ঞাসাবাদে জানান, বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের ক্যাম্প থেকে ফেনীতে আনা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের কক্সবাজারের আশ্রয়শিবিরে ফেরত পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, রোহিঙ্গা শরণার্থীদের পাসপোর্ট জালিয়াতি করে বিদেশে পাচারের ঘটনা নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে প্রশাসনের তৎপরতায় এসব চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ জোরদার হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।