‘ডাকসুতে যারা আদিবাসী সনদ দেয়ার দায়িত্ব যারা নিয়েছেন, তাদের বয়কট করুন’

‘ডাকসুতে যারা আদিবাসী সনদ দেয়ার দায়িত্ব যারা নিয়েছেন, তাদের বয়কট করুন’

‘ডাকসুতে যারা আদিবাসী সনদ দেয়ার দায়িত্ব যারা নিয়েছেন, তাদের বয়কট করুন’
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ  (ডাকসু) নির্বাচনে ভোট পেতে বিতর্কিত ‘আদিবাসী সনদ’ ইস্যুকে ব্যবহারকারীদের বর্জনের আহ্বান জানিয়েছেন তরুন রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক।

এক বিবৃতিতে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব তৈরির সূতিকাগার এবং ডাকসু দেশের মিনি সংসদ হিসেবে পরিচিত। সেখানে প্রার্থীরা রাষ্ট্রবিরোধী আদিবাসী ইস্যু প্রচার করছেন, যা দুঃখজনক।

তার অভিযোগ, পশ্চিমা রাষ্ট্রসমূহ ও জাতিসংঘ ক্ষুদ্র জাতিসত্তাকে ব্যবহার করে বিভাজনের রাজনীতি চালায়। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই বাংলাদেশে ‘আদিবাসী ইস্যু’ ঢোকানোর চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিসত্তা নিজস্ব পরিচয়ে থাকতে না চেয়ে কেন ‘আদিবাসী’ পরিচয় নিতে চাইছে, তা এখন বড় প্রশ্ন। এ ধরনের ইস্যু শুধু বিভাজনই তৈরি করছে না, জাতীয় ঐক্যের জন্য হুমকিও সৃষ্টি করছে।

“কেউ নয় আদিবাসী, আমরা সবাই বাংলাদেশি”—স্লোগান উত্থাপন করে থোয়াই চিং মং শাক ডাকসু নির্বাচনে এই ইস্যুকে বর্জন করতে এবং যারা তা ব্যবহার করছেন তাদের ভোট না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।