চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান
![]()
নিউজ ডেস্ক
চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল বুধবার (২৭ আগস্ট) রাতে তিনি ঢাকা ফিরে আসেন। এ সফরে তিনি চীনের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সেনাবাহিনী প্রধান গত ২০ আগস্ট সরকারি সফরে চীন গমন করেন। সফরের শুরুতেই তিনি চীনের পিপলস লিবারেশন আর্মি (PLA)-এর সদর দপ্তরে পৌঁছালে তাঁকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

পরবর্তীতে তিনি PLA-এর স্থলবাহিনীর Political Commissar জেনারেল Chen Hui-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের সামরিক সহযোগিতা আরও জোরদার করা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের স্বদেশে প্রত্যাবর্তনে সহায়তা এবং কৌশলগত স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
এছাড়া বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে চীন কর্তৃক প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়ও গুরুত্ব পায়।

সফরের দ্বিতীয় দিনে, ২৩ আগস্ট, সেনাবাহিনী প্রধান চীনের NORINCO গ্রুপের প্রেসিডেন্ট Chen Defang-এর সঙ্গে বৈঠক করেন। NORINCO দীর্ঘদিন ধরে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ ও রক্ষণাবেক্ষণ করে আসছে।
বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রচলিত NORINCO গ্রুপের বিভিন্ন সামরিক সরঞ্জামের আপগ্রেডেশন ও টেকসই রক্ষণাবেক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

একই দিন সেনাবাহিনী প্রধান PLA-এর Academy of Armoured Forces-এর বেইজিং ক্যাম্পাস পরিদর্শন করেন। এখানে তিনি উন্নত প্রশিক্ষণ সুবিধা এবং গবেষণা কার্যক্রম ঘুরে দেখেন।
উল্লেখ্য, এই আন্তর্জাতিক মানের একাডেমিতে নিয়মিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করেন।
এছাড়া সফরকালে তিনি NORINCO গ্রুপের বেইজিং ও শিয়াং-এ অবস্থিত বিভিন্ন কারখানা ও গবেষণা কেন্দ্র, China Aerospace Long-March International Co. Ltd এবং Aisheng UAV Factory-সহ আধুনিক অস্ত্র ও গোলাবারুদ তৈরির কারখানা পরিদর্শন করেন।

এসব সফরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, রক্ষণাবেক্ষণ সক্ষমতা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এ সফরকে বাংলাদেশ ও চীনের মধ্যে সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এ ধরনের সফর দুই দেশের মধ্যে আস্থা, সহযোগিতা এবং প্রযুক্তিগত বিনিময় বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।