সীতাকুন্ডে অস্ত্রের কারখানায় সেনা অভিযান, অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৪

সীতাকুন্ডে অস্ত্রের কারখানায় সেনা অভিযান, অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৪

সীতাকুন্ডে অস্ত্রের কারখানায় সেনা অভিযান, অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৪
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে।

এ সময় চারজনকে আটক করা হয়।

সেনাবাহিনীর ২৪ আর্টিলারি বিগ্রেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে উদ্ধার করা হয় ৬টি দেশীয় অস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, ৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, ২০টি ছুরি, ওয়াকিটকি চার্জারসহ দুটি সেট, একটি মেগাফোন, ৪টি প্যারাস্যুট ফ্লেয়ার এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম।

সীতাকুন্ডে অস্ত্রের কারখানায় সেনা অভিযান, অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৪

গ্রেফতারকৃতদের নিকটস্থ থানায় পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং সন্ত্রাস দমন করতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, চট্টগ্রাম অঞ্চলে অতীতে একাধিকবার সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহারের জন্য দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান মিলেছিল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed