মণিপুরে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিস্ফোরকসহ চারজন গ্রেপ্তার

মণিপুরে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিস্ফোরকসহ চারজন গ্রেপ্তার

মণিপুরে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিস্ফোরকসহ চারজন গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিস্ফোরকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিশেষ অভিযানে ইম্ফল পশ্চিম ও পূর্ব জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সাজলবন্দ বিজয় গোবিন্দ এলাকার রাজকুমার সিদ্ধার্থ ওরফে মোমো (৩৩), লাইরিকিয়েনবাম লেইকাই সলন লেইরাকের লইশ্রম রমেশ্বর মেইতেই (৪৪), টপ আওয়াং লেইকাই এলাকার অথোকপম ব্রজেন্দ্র সিংহ ওরফে মুখিল (৪৫) এবং একই এলাকার লইশ্রম সচিকান্ত সিংহ ওরফে নাওথিং (২৫)। পুলিশ জানায়, তারা সবাই কেশাল ভিলেজ ভলান্টিয়ার অর্গানাইজেশন নামের একটি স্থানীয় প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং অবৈধ অস্ত্র পরিবহনে জড়িত ছিল।

অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একে-৪৭, ঘটক ও ইনসাস রাইফেল, একাধিক ৭.৬২ মিমি এসএলআর, .৩০৩ রাইফেল (একটি স্কোপ লাগানো), ৯ মিমি কারবাইন এবং একটি ত্রুটিপূর্ণ পিস্তল। এছাড়া জব্দ করা হয়েছে এক হাজারের বেশি গুলি, খালি খোসা, কার্টিজ ও বহু ম্যাগাজিন। উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে নং ৩৬ এইচই গ্রেনেড, একটি চীনা গ্রেনেড, একটি ডব্লিউপি গ্রেনেড ডেটোনেটরসহ এবং টিউব লঞ্চার।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং অস্ত্রের উৎস ও পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মণিপুরে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্থানীয় মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।