রাজধানীর রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৫
![]()
নিউজ ডেস্ক
রাজধানীর রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ ৫ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে সেনাবাহিনীর নেতৃত্বে মুড়াপাড়া গ্রামের শওকত আলী রিয়াজ ওরফে শুটার রিয়াজ এর সহযোগী সাব্বিরের গোপন আস্তানায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—রমজান মোল্লা (৩৫), সবুজ (২৬), মেহেদী হাসান (২৫), এনামুল হক (২৫) ও সুমন হোসেন (২৩)।
অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ১৪টি বারুদ বোমা, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

জানা যায়, তারা দীর্ঘদিন ধরে রূপগঞ্জ এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, অবৈধ দখল, বালু ভরাট ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের পরবর্তীতে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।