রাজধানীর পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম

রাজধানীর পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম

রাজধানীর পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর পূর্বাচলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের তাৎক্ষণিক পদক্ষেপে তিনজন আহত ব্যক্তি প্রাণে রক্ষা পেয়েছেন।

ঘটনাটি ঘটে গত ৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টার দিকে।

রাজধানীর পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম

পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় পূর্বাচল ৩০০ ফিট সড়কে একটি ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়। রাস্তার ডান পাশে দাঁড়িয়ে থাকা একটি ভারী ট্রাকের পেছনে দ্রুতগামী একটি প্রাইভেটকার প্রচণ্ড বেগে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলেও সৌভাগ্যক্রমে এয়ারব্যাগ সক্রিয় থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে গাড়িতে থাকা তিনজন আরোহী গুরুতর আহত হন।

রাজধানীর পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম

দুর্ঘটনার পরপরই সেনাবাহিনীর টহল দল দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। তারা আহতদের নিরাপদে সরিয়ে এনে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত গাড়ি যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরসহ সংশ্লিষ্ট কার্যক্রম সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জান-মাল রক্ষা এবং সর্বদা মানুষের পাশে দাঁড়ানো তাদের অঙ্গীকার। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।