হবিগঞ্জে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদক জব্দ

হবিগঞ্জে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদক জব্দ

হবিগঞ্জে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদক জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমন কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় সেনাবাহিনী ও ৫৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথভাবে ৯টি সফল অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ গাঁজা, জিরা, ফুচকা, শাড়ি, চকলেটসহ ট্রাক, মাইক্রোবাস ও বাইসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৬৯ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা।

শনিবার দিবাগত মধ্যরাতে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

হবিগঞ্জে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদক জব্দ

যৌথ বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বানিয়াচং উপজেলার বাঘজোর বাজার এলাকার একটি পরিত্যক্ত গোডাউনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেখানে চোরাকারবারিরা ট্রাকে ভারতীয় চোরাই মালামাল লোড করছিল। আকস্মিক অভিযানে সেনাবাহিনী ও বিজিবির টহলদল বিপুল পরিমাণ শাহী জিরা ও ফুচকা ভর্তি একটি কাভার্ড ভ্যান ও তিনটি ট্রাক জব্দ করে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৪৬ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। তবে অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

এছাড়া মাধবপুর উপজেলার সাতছড়ি-চুনারুঘাট সড়কের তেলিয়াপাড়া ও মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় যৌথ বাহিনী পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় একটি হাইড্রোলিক ড্রাম ট্রাক, একটি হাইয়েস মাইক্রোবাস ও একটি সাধারণ ট্রাকে অভিনব কায়দায় লুকানো ফুচকা, জিরা ও চকলেট উদ্ধার করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৬১ লাখ ১৭ হাজার টাকা।

হবিগঞ্জে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদক জব্দ

অন্যদিকে কাকমারাছড়া, গুটিবাড়ী, সিন্দুরখান, মনতলা ও হরিণখোলা বিওপি থেকে পরিচালিত পৃথক অভিযানে ৩২ কেজি ভারতীয় গাঁজা, বিপুল পরিমাণ ফুচকা ও ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ৬১ লাখ ৭৫ হাজার টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা এবং সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে কঠোর অবস্থানে রয়েছে। সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী হবিগঞ্জ ব্যাটালিয়ন নিয়মিত অভিযান চালাচ্ছে। জনগণের আস্থার প্রতীক হিসেবে এই অভিযান আরও জোরদার করা হবে।”

তিনি আরও জানান, জব্দকৃত সব পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হচ্ছে। একই সঙ্গে মাদক চোরাচালান চক্র শনাক্তে যৌথ বাহিনীর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী জনগণকে মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।