কক্সবাজারে স্বজাতি রঞ্জন চাকমাকে খুনের পর স্ত্রী’কে ধর্ষণের অভিযোগে বিরেল চাকমা আটক

কক্সবাজারে স্বজাতি রঞ্জন চাকমাকে খুনের পর স্ত্রী’কে ধর্ষণের অভিযোগে বিরেল চাকমা আটক

কক্সবাজারে স্বজাতি রঞ্জন চাকমা খুনের পর স্ত্রী’কে ধর্ষণের অভিযোগে বিরেল চাকমা আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় স্বজাতির হাতে খুন হয়েছেন রঞ্জন চাকমা (৩৫)। এসময় নিহতের স্ত্রীকেও ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায়, অভিযুক্ত বিরেল চাকমা (৩৮)কে স্থানীয়রা আটক করে তাদের হাতে তুলে দেয়।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে। নিহত ও অভিযুক্ত উভয়ের বাড়ি রাঙামাটি জেলায়।

পুলিশ সূত্রে জানা যায়, রঞ্জন চাকমা স্ত্রীকে সঙ্গে নিয়ে তিন দিন আগে থেকে পাওনা টাকা আদায়ের জন্য উত্তরণ এলাকায় ভাড়াটিয়া বিরেলের বাসায় অবস্থান করছিলেন। প্রথম দিন থেকেই রঞ্জনের স্ত্রীকে কুপ্রস্তাব দেন বিরেল। এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হন তিনি।

শনিবার রাতে মদ্যপ অবস্থায় রঞ্জন ও বিরেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিরেল চাকমা ধারালো দা দিয়ে রঞ্জন চাকমাকে কুপিয়ে হত্যা করে। এরপর তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহত নারীকে উদ্ধার করেন এবং পুলিশকে খবর দেন।

অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, “অভিযুক্ত বিরেল চাকমাকে আটক করা হয়েছে। হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। নিহতের স্ত্রী বর্তমানে ওসিসিতে চিকিৎসাধীন।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed