সীমান্তে বিজিবির অভিযানে ভেস্তে গেল কীটনাশক পাচারের চেষ্টা

সীমান্তে বিজিবির অভিযানে ভেস্তে গেল কীটনাশক পাচারের চেষ্টা

সীমান্তে বিজিবির অভিযানে ভেস্তে গেল কীটনাশক পাচারের চেষ্টা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার দুর্গম সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় কীটনাশক, বিস্কুট ও সাবান জব্দ করেছে ৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাচারকারীরা এসব পণ্য অবৈধভাবে ভারতে পাঠানোর চেষ্টা করছিল বলে জানা গেছে।

শনিবার দুপুরে গিলাতলী বিওপি-এর নিয়মিত টহল দল এ অভিযান পরিচালনা করে। হাবিলদার শ্রী বিধানের নেতৃত্বে পরিচালিত ওই টহল দল সীমান্তের মেইন পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা এসব মালামাল উদ্ধার করে।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে — সিস্টেম প্লাস ব্র্যান্ডের কীটনাশক: ১৬০ লিটার, পারলি জি বিস্কুট ৬০ প্যাকেট ও নিমা সাবান ৬৩টি।

বিজিবি সূত্রে জানা গেছে, পাচারকারীরা প্রায়ই সীমান্ত এলাকার দুর্গম পাহাড়ি পথ ও নদীপথ ব্যবহার করে বিভিন্ন পণ্য ভারতে পাচারের চেষ্টা চালায়। তবে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা ও স্থানীয় জনগণের সহযোগিতায় এসব অবৈধ কর্মকাণ্ড ব্যর্থ হচ্ছে।

৩ বিজিবির সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান,

“সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান রোধ, মাদক প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষা, সম্প্রীতি ও উন্নয়নে বর্ডার গার্ড বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রস্তুতি চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed