সীমান্তে বিজিবির অভিযানে ভেস্তে গেল কীটনাশক পাচারের চেষ্টা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার দুর্গম সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় কীটনাশক, বিস্কুট ও সাবান জব্দ করেছে ৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাচারকারীরা এসব পণ্য অবৈধভাবে ভারতে পাঠানোর চেষ্টা করছিল বলে জানা গেছে।
শনিবার দুপুরে গিলাতলী বিওপি-এর নিয়মিত টহল দল এ অভিযান পরিচালনা করে। হাবিলদার শ্রী বিধানের নেতৃত্বে পরিচালিত ওই টহল দল সীমান্তের মেইন পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা এসব মালামাল উদ্ধার করে।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে — সিস্টেম প্লাস ব্র্যান্ডের কীটনাশক: ১৬০ লিটার, পারলি জি বিস্কুট ৬০ প্যাকেট ও নিমা সাবান ৬৩টি।
বিজিবি সূত্রে জানা গেছে, পাচারকারীরা প্রায়ই সীমান্ত এলাকার দুর্গম পাহাড়ি পথ ও নদীপথ ব্যবহার করে বিভিন্ন পণ্য ভারতে পাচারের চেষ্টা চালায়। তবে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা ও স্থানীয় জনগণের সহযোগিতায় এসব অবৈধ কর্মকাণ্ড ব্যর্থ হচ্ছে।
৩ বিজিবির সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান,
“সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান রোধ, মাদক প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষা, সম্প্রীতি ও উন্নয়নে বর্ডার গার্ড বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রস্তুতি চলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।