রামগড়ে স্থানীয়দের হাতে ইউপিডিএফ সন্ত্রাসী আটক, সেনা সহায়তায় পুলিশে সোপর্দ

রামগড়ে স্থানীয়দের হাতে ইউপিডিএফ সন্ত্রাসী আটক, সেনা সহায়তায় পুলিশে সোপর্দ

রামগড়ে স্থানীয়দের হাতে ইউপিডিএফ সন্ত্রাসী আটক, সেনা সহায়তায় পুলিশে সোপর্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে চাঁদা আদায়কালে ইউপিডিএফ সন্ত্রাসী বাত্যা রাম চাকমাকে হাতেনাতে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার ১নং রামগড় ইউনিয়নের লালছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পরে আটককৃত ব্যক্তিকে গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোন আওতাধীন বাটনাতলী আর্মি ক্যাম্পের সেনা সদস্যদের কাছে সোপর্দ করা হয়।

আটককৃত ব্যাতা রাম চাকমা রামগড় উপজেলার মরাকয়লা নামক এলাকার বাসিন্ধা দম কমর চাকমার ছেলে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকব্যক্তি নিজেকে ইউপিডিএফের চাঁদা আদায়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

জানা যায়, বাত্যা রাম চাকমা আজ সকালে স্থানীয় ব্যবসায়ী এক কৃষকের কচু ক্ষেতের ফসল তোলার সময় তার নিকট ২ হাজার টাকা চাঁদা দাবি করে। বিকালে চাঁদা সংগ্রহের জন্য আসলে খাগড়াবিল ও লালছড়ি এলাকার স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা একত্রিত হয়ে তাকে ধরে ফেলেন।

স্থানীয়রা জানান, আটককৃত সন্ত্রাসী দীর্ঘদিন যাবত এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলে আসছিলেন। তাকে আটক করতে পেরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং এসব চাঁদাবাজ সন্ত্রাসী নির্মূলে ও তাদের থেকে নিরাপত্তা দাবী করেছেন।

এদিকে, বাত্যা রাম চাকমাকে আটক করার ফলে কালাপানি এলাকার ইউপিডিএফ নেতা এডিসন চাকমা ও জিওন চাকমা ওই কৃষককে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন জানান, আটককৃত চাঁদাবাজকে থানায় সোর্পদ করেছে সেনাবাহিনী। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ চলমান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed