আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় যুক্ত সেনা, নৌ ও বিমানবাহিনী

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় যুক্ত সেনা, নৌ ও বিমানবাহিনী

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় যুক্ত সেনা, নৌ ও বিমানবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫-এ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আদেশটির বিষয়ে বিস্তারিত জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

উপদেষ্টা জানান, আগের গণপ্রতিনিধিত্ব আদেশে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কিত যে বিধান ছিল তা নতুন আদেশে বিলুপ্ত করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় পলাতক ব্যক্তি যারা থাকবেন তারা নির্বাচন করতে পারবেন না।

আদেশে আরও নিয়ম করা হয়েছে, যারা নির্বাচন করবেন তাদের হলফনামার মাধ্যমে দেশি-বিদেশি উৎস থেকে যত আয় আছে সব কিছুর বিবরণ দিতে হবে। সেটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি প্রার্থীদের জামানতের টাকার পরিমাণ ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed