ইসকন নিষিদ্ধের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসকন নিষিদ্ধের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসকন নিষিদ্ধের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশজুড়ে সহিংসতা, হত্যা, হুমকি এবং দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই’, ‘ব্যান ব্যান ইসকন’, ‘ইসকন আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’, ‘প্রশাসন দর্শক, ইসকন তুই ধর্ষক’—সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসকনের কিছু সদস্য সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় সহিংস কর্মকাণ্ডে জড়িত হয়েছেন, যা দেশের শান্তি ও ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ঢাবির শিক্ষার্থী মাহতাপ ইসলাম বলেন, জঙ্গিবাদবিরোধী বক্তব্য দেওয়ায় পঞ্চগড়ে খতিব মহিবুল্লাহকে ইসকন সদস্যরা অপহরণ করে নির্যাতন চালিয়েছে। এ ঘটনায় দেশের ছাত্রসমাজ গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করছে। গত ১৭ বছর ধরে স্বৈরাচারের ছত্রছায়ায় ভারতীয় প্রভাবের মাধ্যমে বাংলাদেশ পরিচালনার যে অপচেষ্টা চলছে, আগস্ট বিপ্লবে আমরা দেখিয়ে দিয়েছি, এই দেশ কোনো বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী চলবে না।

তিনি আরও বলেন, ভারত এখনো ইসকনকে ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যাসহ বেশ কিছু ঘটনায় ইসকন সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। আমরা পরিষ্কারভাবে জানাতে চাই, স্বৈরাচারের মতোই ইসকনকেও বাংলাদেশ থেকে বিদায় নিতে হবে।

আরেক শিক্ষার্থী সাদমান আব্দুল বলেন, ইসকন তার শুরু থেকেই একটি জঙ্গি সংগঠনের মতো আচরণ করছে। তারা ভারতীয় নির্দেশনায় বাংলাদেশের মুসলিম সমাজে বিভাজন তৈরি করতে চাইছে। গাজীপুরে ১৩ বছরের এক কিশোরী ধর্ষণ ও খতিব অপহরণের ঘটনাসহ একাধিক অপরাধে তাদের সম্পৃক্ততা নিয়ে অভিযোগ আছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে আমরা জুলাই-আগস্টের বিপ্লবে রক্ত দিয়েছি। সেই রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে কোনো জঙ্গি বা ইসলামবিরোধী সংগঠন সক্রিয় থাকতে পারে না। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

বিক্ষোভকারীরা বলেন, দেশজুড়ে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে তারা ঐক্যবদ্ধ থাকবেন। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে তারা আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেবেন বলেও জানান শিক্ষার্থীরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed