ধর্ষণ ইস্যুকে সাম্প্রদায়িক ও রাজনৈতিক ব্যবহারের প্রতিবাদে রাঙামাটির নৌ-পথে মানববন্ধন

ধর্ষণ ইস্যুকে সাম্প্রদায়িক ও রাজনৈতিক ব্যবহারের প্রতিবাদে রাঙামাটির নৌ-পথে মানববন্ধন

ধর্ষণ ইস্যুকে সাম্প্রদায়িক ও রাজনৈতিক ব্যবহারের প্রতিবাদে রাঙামাটির নৌ-পথে মানববন্ধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটিতে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধকে সাম্প্রদায়িক ও রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বিরুদ্ধে নৌ পথে মানববন্ধন কর্মসূচি করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে কাপ্তাই হ্রদের শহীদ মিনার ঘাট থেকে শুভলং ঝর্ণা পর্যন্ত নৌযানে ব্যানার–ফেস্টুন নিয়ে মানববন্ধন প্রদর্শন শেষে শুভলং ঝর্ণার সামনে স্থল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ এবং সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ মোশাররফ হোসেন।

কর্মসূচিতে বক্তব্য দেন পিসিসিপি রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, পিসিএনপি রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পিসিএনপি বরকল উপজেলা নেতা সোহরাব হোসেন, এমদাদুল ইসলাম, পিসিসিপি নেতা রিয়াজুল ইসলাম বাবু ও আরিয়ান রিয়াজ।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে রাঙামাটির কাপ্তাই উপজেলায় তিন মারমা যুবকের বিরুদ্ধে এক প্রতিবন্ধী মারমা নারীকে আটকে রেখে গণধর্ষণ ও পরবর্তীতে অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠলেও সেই ঘটনার বিচার হয়নি। অপরদিকে খাগড়াছড়ির মাটিরাঙার অযোদ্ধা কালি মন্দির এলাকায় এবং আলুটিলা-তারেং পর্যটন এলাকায় পাহাড়ি যুবকদের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন সহিংসতার ধারাবাহিক অভিযোগ পাওয়া গেলেও অনেকের পক্ষ থেকে নীরবতা লক্ষ্য করা যাচ্ছে।

তাদের অভিযোগ, “কিছু গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে ধর্ষণের ঘটনাকে জাতিগত-রাজনৈতিক এজেন্ডায় ব্যবহার করে। যখন ভিক্টিম পাহাড়ি ও অভিযুক্ত বাঙালি— তখন প্রতিবাদে পাহাড় জ্বলে ওঠে। কিন্তু অপরাধী যদি পাহাড়ি হয়— তখন সেই একই কণ্ঠ নীরব হয়ে যায়।”

বক্তারা আরও বলেন, ধর্ষণ ইস্যুকে কেন্দ্র করে খাগড়াছড়িতে সহিংসতার সময় তিন জনের প্রাণহানি, বহু মানুষের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া এবং সেনাবাহিনী ও বাঙালিদের ওপর হামলার ঘটনা ঘটে। তারা প্রশ্ন তোলেন—
“ধর্ষণের প্রতিবাদ কি প্রকৃত বিচার প্রতিষ্ঠার জন্য? নাকি সহিংসতা ছড়ানোর জন্য?”

এ সময় পাহাড় অস্থিতিশীল করার অপচেষ্টার নেপথ্য কারিগর হিসেবে উল্লেখ করা সাজাপ্রাপ্ত আসামি মাইকেল চাকমাকে দ্রুত গ্রেফতার করে রায় কার্যকরের দাবি জানান বক্তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed