শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় রামগড়ে বিজিবির মানবিক সহায়তা বিতরণ

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় রামগড়ে বিজিবির মানবিক সহায়তা বিতরণ

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় রামগড়ে বিজিবির মানবিক সহায়তা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে মানবিক কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে সহায়তা প্রদান করেছে রামগড়স্থ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন)।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রামগড় ব্যাটালিয়ন সদরের বাস্কেট গ্রাউন্ডে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তা তুলে দেন ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মো. আহসান উল ইসলাম।

মানবিক সহায়তার অংশ হিসেবে এদিন ঢেউটিন, শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্টার ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং দরিদ্র পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় রামগড়ে বিজিবির মানবিক সহায়তা বিতরণ

এসময় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধই নয়—এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক সহায়তার ক্ষেত্রে রামগড় ব্যাটালিয়নের এমন জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

মানবিক সহায়তা বিতরণকালে রামগড় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অতসী দেবনাথ বিনতি, সহকারী পরিচালক শামসুল হক এবং বিজিবির অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed