ভারতে আটক তিন বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ভারতে আটক তিন বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ভারতে আটক তিন বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক শিশুসহ তিন বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তের জিরো লাইনে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকে এ হস্তান্তর সম্পন্ন হয়।

ফেরত আসা তিনজন হলেন- সিরাজগঞ্জের কালীদাসঘাটি গ্রামের মৃত বীরেন্দ্র কুমার ভৌমিকের ছেলে অনন্ত কুমার ভৌমিক (২৮), তার স্ত্রী চৈতি রানী (২৩) ও ছেলে অরন্য কুমার ভৌমিক (৩)।

বিজিবি জানায়, গত ৮ নভেম্বর বিএসএফ তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, এক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে বিএসএফ ফুলবাড়ী কোম্পানি কমান্ডার মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলাবান্ধা বিজিবি কোম্পানি কমান্ডারকে বিষয়টি জানায়। পরিচয় যাচাই শেষে বিজিবি তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত করে।

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনজনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, বিএসএফের অনুরোধে তাদের পরিচয় যাচাই করে গ্রহণ করা হয়েছে। পরে তেঁতুলিয়া মডেল থানায় জিডির মাধ্যমে পুলিশে সোপর্দ করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া জানান, বিজিবি আটক তিনজনকে থানায় হস্তান্তর করে। পরিচয় যাচাই শেষে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed