দুর্গম নুনছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা: দুই শতাধিক পাহাড়ি-বাঙ্গালির মুখে স্বস্তির হাসি
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নুনছড়ি চৌধুরী পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. ওমর ফারুক-এর উপস্থিতিতে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট আব্দুল্লাহ আল আজমীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্যাম্পে দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মো. শাইকুদ্দিন সাকলাইন দুই শতাধিক পাহাড়ি ও বাঙ্গালি জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।
দিনব্যাপী এ চিকিৎসা কার্যক্রমে নারী, শিশু ও প্রবীণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দুর্গম এলাকার সাধারণ মানুষ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন। স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় ও গ্রামবাসীরা বলেন, সেনাবাহিনী শুধু পাহাড়ে নিরাপত্তা রক্ষা করছে না, মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রেও নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। তারা ভবিষ্যতেও এই ধরনের মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
স্থানীয়ভাবে জানা গেছে, দীঘিনালা জোনের এই মানবিক উদ্যোগ শুধু স্বাস্থ্যসেবায়ই সীমাবদ্ধ নয়; শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগে সহায়তা ও যুব সমাজের মধ্যে সচেতনতা তৈরিতেও সেনাবাহিনী নিয়মিত ভূমিকা রেখে চলেছে।
প্রসঙ্গত, খাগড়াছড়ি অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে বসবাসরত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এ ধরনের মেডিকেল ক্যাম্প স্থানীয়ভাবে বিশেষ প্রশংসা কুড়িয়েছে। দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে চালু থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।