রাঙামাটিতে পুরোহিত-সেবাইতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল সেনাবাহিনী

রাঙামাটিতে পুরোহিত-সেবাইতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল সেনাবাহিনী

রাঙামাটিতে পুরোহিত-সেবাইতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটিতে পুরোহিত ও সেবাইতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার শহরের আসামবস্তি এলাকায় হিন্দু ধর্মীয় ট্রাস্টের আঞ্চলিক কার্যালয়ে রাঙামাটি সদর সেনা জোন এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. একরামুল রাহাত। তিনি পাহাড়ের সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের মাঝে ৫৫টি কম্বল তুলে দেন।

পাশাপাশি স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে জোন অধিনায়ক একরামুল রাহাত বলেন, দেশের শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনী নানা ধরনের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। বিশেষ করে সুবিধা বঞ্চিতদের প্রতিনিয়ত সহায়তা করছে।

তিনি বলেন, পাহাড়ে বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করে। সম্প্রদায় ও ভাষাগত ভিন্নতা রয়েছে। তবে অনেক জাতি গোষ্ঠীর ধর্মগত মিল আছে। এমন মিলকে মেলবন্ধনে রচিত করতে হবে। তবেই এলাকায় শান্তি সম্প্রীতি আরও উন্নত হবে। শান্তি সম্প্রীতি না থাকলে উন্নয়ন প্রতিষ্ঠা করা যাবে না। আর উন্নয়ন নাহলে দরিদ্রতা দূর হবে না।

এসময় পাহাড়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed